অনলাইনে কল্যাণ সুবিধা পাঠানোর তথ্য |
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টে কল্যাণ সুবিধা পাওয়ার জ্ন্য যে সকল অবসরপ্রাপ্ত/পদত্যাগকারী, জাতীয়করণকৃত ও প্রয়াত শিক্ষক কর্মচারীরগণের পক্ষে তাদের নমিনিগণ মার্চ/2022 খ্রীঃ এই সময়ের মধ্যে আবেদন জমা দিয়েছেন তাদের আবেদন নিষ্পত্তি করে অনলাইন ব্যাংকিং (EFTN) এর মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীগণ ও প্রয়াত শিক্ষক কর্মচারীগণের পক্ষে নমিনির অনলাইন হিসাব নম্বরে প্রেরণ করা হয়েছে যথা সময়ে কল্যাণ সুবিধার টাকা তাদের ব্যাংক হিসাব নম্বরে পৌঁছে যাবে |